ডিআরইউ নির্বাচনে শাহেদ-ইলিয়াস, সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রিপোর্টার্স ইউনিটির ‘ডিআরইউ-২০১৩’ নির্বাচনে শাহেদ চৌধুরী-ইলিয়াস খান সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ ও বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক-সিইও মঞ্জুরুল আহসান বুলবুল।
এবারের নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের শাহেদ চৌধুরী ৬৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। অপর প্রার্থী বাংলা মেইলের আসাদুজ্জামান সম্রাট ১৪১ ভোট পান। সহসভাপতি পদে দিগন্ত টিভির জিয়াউল কবির সুমন ৩১০ ভোট পেয়ে জয়লাভ করেন। অপর তিন প্রার্থী মাইটিভির প্যাট্রিক ডি কস্তা ১৯১, দৈনিক ইনকিলাবের উমর ফারুক আলহাদী ১৬৭ ও দৈনিক সূর্যোদয়ের নিত্য গোপাল তুতু ৮৫ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশের ইলিয়াস খান ৩৫২ ভোট পেয়ে জয়লাভ করেন, অপর প্রার্থী দৈনিক যুগান্তরের সাজ্জাদ আলম খান তপু ২৬৪ ও দৈনিক নয়া দিগন্তের শওকত ওসমান রচি ১৭৬ ভোট পান।
যুগ্ম সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইলিয়াস হোসেন ৪৪১ ভোট পেয়ে জয়লাভ করেন। অপর দুই প্রার্থী বাংলাদেশ সংবাদ সংস্থার সৈয়দ শুকুর আলী শুভ ২৫৪ ও আমাদের সময়ের আবুল বাসার নূরু ৬২ ভোট পান। অর্থ সম্পাদক পদে ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের রেজাউল করিম ৫৬০ ভোট পেয়ে জয়লাভ করেন। অপর প্রার্থী আমাদের সময়ের হাসান আরিফ ১৮৯ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে গাজী টিভির রাজু আহমেদ ৩৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। অপর দুই প্রার্থী আরটিভির ওসমান গনি বাবুল ২১৯ এবং বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা কাজল ১৭১ ভোট পান। কার্যনির্বাহী সদস্য পদে- বাংলাদেশ সংবাদ সংস্থার মোরসালীন নোমানী ৪৫০, ডেইলি স্টারের হামান জাহিদ তুষার ৪৪০, দৈনিক ইত্তেফাকের জামিউল আহসান সিপু ৪১৯, এটিএন বাংলা সাইদুল ইসলাম ৩৩৩, বাংলাভিশনের জিয়াউল হক সবুজ ৩২৬, দৈনিক ইনকিলাবের শেখ মুহাম্মদ জামাল উদ্দিন ২৭৩ ও বৈশাখী টেলিভিশনের মিথুন মোস্তাফিজ ২৬৯ ভোট পান।
এছাড়াও যেসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার কাজী হাবিব, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মোরসালিন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সূর্যোদয়ের শহীদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার সাজ্জাদ হোসেন, নারীবিয়ষক সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের আইরিন নিয়াজি মান্না, অ্যাপ্যায়ন সম্পাদক পদে আমাদের অর্থনীতির আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক পদে দৈনিক খবরপত্রের নাজমুল আহম্মেদ তৌফিক।
উল্লেখ্য, ৩০ নভেম্বর (শুক্রবার) ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে ৯৩৫ ভোটারের মধ্যে ৮০৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।