বরগুনায় গৃহবধুকে ধর্ষণ শেষে হত্যা
জাফরুল হাসান রুহান, বরগুনা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বরগুনার তালতলী উপজেলার চরপাড়া গ্রামের গৃহবধু পরীভানুকে গণধর্ষণ শেষে হত্যার অভিযোগ থানায় মামলা দায়ের করা হয়েছে। ২৮ নভেম্বর (বুধবার) সকালে চরপাড়া ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধুকে হত্যার অভিযোগে তার স্বামীসহ ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গ্রহবধুর স্বামী মোহাম্মদ ইব্রাহিম, আবদুস সালাম শরীফ ও আবদুর রহমান। তারা পুলিশের কাছে ধর্ষণ শেষে গৃহবধুকে হত্যার কথা স্বীকার করেছে।
বরগুনার সহকারী পুলিশ সুপার মো. আজিমুল হক জানান, বড়বগী ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের রফেজ উদ্দিনের মেয়ে পরীভানুর সাথে প্রায় ১৮ বছর আগে চরপাড়ার মোহাম্মদ ইব্রাহিমের বিয়ে হয়। তাদের দুটো মেয়ে ও এক ছেলে রয়েছে। গত চার বছর আগে পরীভানুকে না জানিয়ে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে এবং প্রথম স্ত্রীকে গোপনে তালাক দেয়। পরীভানু তার স্বামীর বিরুদ্ধে মামলা করলে ইব্রাহিম তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে হত্যার পরিকল্পনা করে। পানের বরজে কাজ দেবার নাম করে গত শনিবার সন্ধ্যায় পরীভানুকে সালাম শরীফ বাড়িতে নিয়ে যায়। রাতের বেলায় পরীভানুকে ধান ক্ষেতে নিয়ে গণধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। সন্দেহজনকভাবে আবদুর রহমান ও সালাম শরীফকে পুলিশ গ্রেপ্তার করলে তাকে হত্যার কথা স্বীকার করে এবং ধান ক্ষেতে নিয়ে লাশ দেখিয়ে দেয়। পুলিশ এঘটনায় পরীভানুর স্বামী ইব্রাহিমকেও গ্রেপ্তার করে। বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, গ্রেপ্তারকৃতদের পরীভানুর ২ জোড়া কানের দুল, দুটো নাক ঠাশা উদ্ধার করা হয়েছে।