নওগাঁয় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
আব্বাস আলী, নওগাঁ প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ ডবিব্লউএম রায়হান শাহ ও ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল উপজেলার নিয়ামতপুর কালুঠাপাড়া গ্রামের মাটির ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। এ ব্যাপারে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপস অফিসার মেজর ফজলুল করিম জানান, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। চোরাকারবারীরা মুর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই মাটির ঘরে লুকিয়ে রেখেছিল বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।