অবরোধে কলারোয়ায় সংঘর্ষ ৬৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ, ৪ পুলিশ আহত, জামায়াতের উপজেলা আমীরসহ গ্রেপ্তার-৫
সাতক্ষীরা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির ডাকে দেশব্যপি অবরোধের অংশ হিসেবে সাতক্ষীরায় শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। তবে জেলার কলারোয়ায় পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬৫ রাউণ্ড টিয়ারসেল ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। গ্রেপ্তার করা হয়েছে, কলারোয়া জামায়াতের উপজেলা আমীরসহ ৫ জনকে। দুপুর পর্যন্ত কোন ধরণের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল কম। অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরি জানান, জেলায় শান্তিপূর্ণভাবে ১৮ দলের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে কলারোয়ায় জামায়াতের মিছিলের মুখোমুখি হয় আওয়ামীলীগ। এসময় উভয় পক্ষের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫১ রাউন্ড রাবার বুলেট ও ১৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সেখানে দুই প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষ চলাকালিন সময়ে জামায়াতের উপজেলা অফিস ভাংচুর করেছে জনতা। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।