আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক পদত্যাগ করেছেন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক পদত্যাগ করেছেন। এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালে সিনিয়র প্রসিকিউটর রানাদাস গুপ্ত। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত আইন সচিব জহিরুল হক বলেন আমরা বিচারপতি নিজামুল হকের পদত্যাগের কাগজ পত্র হাতে পেয়েছি। তবে মঙ্গলবার সকাল থেকে তিনি অসুস্থতারর কথা বলে বিচারিক কাজে ট্রাইব্যুনালে উপস্থিত হননি। তার পদত্যাগ বিষয়ে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম তার বাসায় সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক তার পদ থেকে পদত্যাগ করেছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আইনমন্ত্রণালয়ে তিনি পদত্যাগের চিঠি পাঠিয়েছেন। পদত্যাগে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। মন্ত্রী বলেন, তার পদত্যাগ পত্র গ্রহণ করে বুধবার রাষ্ট্রপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দিবেন।
এর আগে তিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে ২০০৯ সালের ২৭ মার্চ মাসে নিয়োগ পান। চেয়ারম্যানের পদ-ত্যাগের পরে ট্রাইব্যুনালের বিচারিক কাজে কোন প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি কিছুই বলেন না। এই বিচারে কোন প্রভাব পড়বে না। ট্রাইব্যুনাল-১ এর মামলাগুলো যে ভাবে আছে সেভাবেই মামলার কার্যক্রম চলবে।