শহীদ মিনার, স্মৃতি সৌধ, বুদ্ধিজীবী স্মৃতি সৌধ জামাতের জন্য নিষিদ্ধ করুনঃ ইনু
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি জামাতের রাজনৈতিক সঙ্গীদের জন্য শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে প্রবেশ নিষিদ্ধের দাবিতে দেশের গণতান্ত্রিক-প্রগতিশীল শক্তিকে সোচ্চার হবার আহ্বান জানান। ১৫ ডিসেম্বর (শনিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাসদ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভাষনদানকালে তিনি এ কথা বলেন। তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, জামাতের হাত ধরে শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করা শহীদদের সাথে নির্মম প্রহসন ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, দেশে সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা-শান্তি নিশ্চিত করা ছাড়া দেশের উন্নয়নের ধারা এগিয়ে নেয়া কঠিন। গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংহত রাখার জন্য রাজনৈতিক অঙ্গন থেকে জামাত-শিবির নির্মূল করার চলমান আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানান। ঢাকা মহানগর জাসদ পূর্বের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, মোহাম্মদ খালেদ, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদের চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, ঢাকা মহনাগর জাসদ উত্তরের সভাপতি শফি উদ্দিন মোল্লা প্রমূখ।