বরগুনায় দেলাওয়ার হোসেন সাঈদীকে নিরপরাধ দাবীঃ পুলিশ কনস্টবল প্রত্যাহার
জাফরুল হাসান রুহান, বরগুনা প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ যুদ্ধাপরাদের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ারহোসাইন সাঈদীকে নিরপরাধ দাবী ও বিচার প্রকৃয়ার স্বচ্ছতা নিয়ে মুক্তিযোদ্ধার সাথে তর্ক ও কটুক্তির অভিযোগে বরগুনা সদর থানার পুলিশ কনস্টবল আবদুল জলিলকে প্রত্যাহার করা হয়েছে। ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রাথমিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে এবং অভিযোগের সত্যতা মিললে তাকে চাকুরীচ্যুত করা হবে বলে জানিয়েছেন, বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। পুলিশ কনস্টবলের (কনস্টবল নং-১৭৮) বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমোহন গ্রামে। ১৯৮৪ সালে তিনি পুলিশে যোগদান করেন।
জানা যায়, ১৯ ডিসেম্বর (বুধবার) সকালে বরগুনা সদর উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলছিল। এসময় পুলিশ কনস্টবল আবদুল জলিল মুক্তিযোদ্ধাদের সাথে অসদাচরন করেন। এক পর্যায়ে দেলোয়ার হোসেন সাঈদীকে নিরাপরাধ দাবী করে তার বিচার প্রক্রিয়া নিয়ে তিরস্কার ও কটুক্তি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বরগুনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শীল মনি চাকমাকে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজনের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ কনস্টবলকে থানায় পাঠিয়ে দেন। রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়। বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরো জানান, বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে চাকুরীচ্যুত করা হবে। পুলিশ কনস্টবল আবদুল জলিল এবিষয়ে কোন কথা বলতে রাজি হননি।