তীব্র আর্থিক সংকটে বিবিসি
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত সম্প্রচার সংস্থা বিবিসি এবার আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। এ সংস্থার সাবেক খ্যাতনামা প্রযোজক জিমি সেভিলের যৌন কেলেঙ্কারির ঘটনার রেশ না মিটতেই নতুন এই কেলেঙ্কারির জন্ম হলো। বিবিসির সাবেক মহাপরিচালক জর্জ এন্টউইসেলকে অবসর গ্রহণের জন্য সাড়ে চার লাখ পাউন্ড স্টারলিং দেয়া হয়েছে। তাকে অবসর নিলে যে অর্থ দেয়া হবে বলে কথা ছিল তার চেয়ে এই অর্থ প্রায় দ্বিগুণ। ব্রিটিশ সংসদের পাবলিক একাউন্ট কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ব্রিটিশ জনগণের অর্থ খামখেয়ালির সঙ্গে ব্যয় করা হয়েছে বলে এ প্রতিবেদনে বিবিসি কঠোর সমালোচনা করা হয়। জিমি সেভিলের যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এন্টউইসেল গত মাসে বিবিসি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। তবে বিবিসি’র আর্থিক কেলেঙ্কারির ঘটনা এখানেই শেষ হয়নি। ব্রিটিশ সংসদ সদস্যদের কাছে আরো ধরা পড়েছে, বিবিসি কর্তৃপক্ষ এ সংস্থার শীর্ষস্থানীয় ১০ ব্যবস্থাপককে অতিরিক্ত ৪০ লাখ পাউন্ড স্টারলিং দিয়েছে। এছাড়া, মাত্র একজনকে অতিরিক্ত দিয়েছে ১০ লাখ পাউন্ড স্টারলিং। ব্রিটিশ সংসদের পাবলিক একাউন্ট কমিটির সভানেত্রী মার্গারেট হজ বলেছেন, দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য সরকারি চাকুরেদের কোনো পুরষ্কার দেয়া হয় না। কিন্তু সে কাজটিই করেছে বিবিসি ট্রাস্ট; সাবেক মহাপরিচালক জর্জ এন্টউইসেলকে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়েছে বলে জানান তিনি। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির এই এমপি বলেন, জর্জ এন্টউইসেলকে কেবল তার প্রাপ্যের চেয়ে বেশি অর্থই দেয়া হয়নি বরং তাকে এক বছরের চিকিতসা বীমা, আইনি খরচ এবং জনসংযোগ সম্পর্কিত পরামর্শ গ্রহণের অর্থের যোগান দেয়া হয়েছে।