জেবুননেসা হেলেন এর কবিতা (অন্তর ট্যুরিজম)
***অন্তর ট্যুরিজম***
—-জেবুননেসা হেলেনঃ
===========================================================================
প্যাডেল-কভার খুলে পড়ে গেলে
তুলে যতই দড়িতে আটকানো যাক
দু’ঘুর্ণনে ফের পড়ে যায়
বিরক্তি পরস্পরের অপেক্ষায়
ঈর্ষনীয় অতিত ছায়াছবির দৃশ্য ঢাকতে
যতই ব্যস্ততার নেকাব তুলি স্ক্রিনে
ছায়াছবি অটো-স্ট্যার্ট হয়ে যায়
অস্বস্থিকর সাইরেন অনবরত বাজে
ভেতরের DVD ROM ও RAMএ
যদিও বুঝি বয়সের সেলাই খুলে যাচ্ছে
তুমুল-অশ্রুর করতালিতে মুখরিত ওডিয়েন্স
একে কী বলা যায়? অশ্রু-বিলাপ অর অশ্রু-বিলাস!