রাজধানীসহ সারাদেশে শৈত্য প্রবাহ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সারাদেশে প্রচণ্ড শৈত্য প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্য প্রবাহ আরও কয়েকদিন থাকবে। এটি ক্রমে মৃদু থেকে তীব্র শৈত্য প্রবাহে রূপ নেবে এ মাসের শেষ দিকে। এছাড়া ঘন কুয়াশার কারণে লঞ্চ, বাস, ট্রেনও ঠিকমত চলতে পারছে না। বিশেষ করে সকালে ও রাতে কুয়াশার ঘনত্ব এতোটাই বেশি থাকে যে, স্বাভাবিক চলাচল করাও সম্ভব হচ্ছে না। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহের মাত্রাটি বেশি। তবে দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে। এছাড়া মধ্যাঞ্চলেও উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রবাহে শীতের প্রকোপ বেড়েছে। এদিকে শনিবার দেশের উত্তরাঞ্চলের কুঁড়িগ্রাম জেলায় শৈত্য প্রবাহের কারণে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে চলতি শীত মৌসুমে এ জেলায় শীতজনিত রোগে মৃতের সংখ্যা দাড়ালো ১৭ জনে।
সূত্র জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দিয়ে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। কনকনে শীত ও ঠাণ্ডা বাতাসে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। দিনের বেলা সূর্য উঠলেও তাপমাত্রা তেমন বাড়ছে না। ফলে শীতের মাত্রা এখন বেড়েই চলেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই মৃদু শৈত্য প্রবাহটি ক্রমে ফরিদপুর ও বরিশাল অঞ্চলসহ রাজশাহী, রংপুর বিভাগে বিস্তৃতি লাভ করতে পারে আরও ব্যাপক আকারে। ইতোমধ্যে রাজশাহী, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, যশোর ও দিনাজপুরসহ পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে চলেছে। আবহাওয়া অধিদফতর জানায়, দেশের উত্তরাঞ্চল থেকে ঠাণ্ডা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এর ফলে যশোর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদীসহ রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল হাওয়া এসে হিমালয়ে ধাক্কা খেয়ে আরও শীতল হচ্ছে। এর প্রভাবে শীতের তীব্রতা বাড়ছে। দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।