নির্মল সেনকে বাঁচানোর কোন উদ্যোগ নিচ্ছে না সরকার
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিশিষ্ট সাংবাদিক ও প্রবীন রাজনীতিক নির্মল সেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থার কোন উন্নতি হয়নি। আদৌ কোন উন্নতি হবে কি না সে ব্যাপারে স্বচ্ছ কোন ধারণা দিতে পারেননি ডাঃ সিরাজুল হক। গত ২৪ তারিখ থেকে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়েছে। তখন থেকে ৪/৫ দিন না গেলে কিছু বলা যাবে না বলছেন চিকিৎসকরা। দিন বয়ে চললেও চিকিৎসকদের ৪/৫ দিন বেঁধে দেয়া সময় কমছে না। তারা একই কথা বলে যাচ্ছেন। এমনকি নির্মল সেনের শরীরের সব অঙ্গ এখনও কাজ করছে কি না সে সর্ম্পকেও পরিস্কার কিছু বলছেন না তারা।
এদিকে, নির্মল সেনের ভাইপো কংকন সেন বলেন,”২৩ তারিখ থেকে হাসপাতালে ভর্তি করা হয় জেঠুকে। ২৪ তারিখ থেকে অবচেতন অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এখন পর্যন্ত সরকার তাকে বাঁচিয়ে রাখার কোন পদক্ষেপ নেয়নি। এমনকি তাকে দেখতেও সরকারের পক্ষ্য থেকে কেউ হাসপাতালে যাননি।” কংকন আরও বলেন, “সরকার ইচ্ছা করলে তাকে উন্নত চিকিৎস্বার্থে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারতেন।” সাংবাদিক নেতাদের প্রতিও কংকন ক্ষোভ প্রকাশ করেন। তিনি দেশবাসীর কাছে নির্মল সেনে’র জন্য প্রাথর্না করতে অনুরোধ করেন।