কেশবপুরে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
মিজানুর রহমান,কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24ডট কমঃ যশোরের কেশবপুরে জনজীবন হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষেরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশি, কোল্ড ডাইরিয়াসহ বিভিন্ন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স, বে-সরকারী ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছে। জানা গেছে, কেশবপুরের জনজীবন, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে বির্পযস্ত হয়ে পড়েছে। গত ২৯ ডিসেম্বর কেশবপুরে তাপমাত্রা ৭.৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। হত দরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে ঘর থেকে বের হতে না পেরে তারা খড়-খুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। মানুষ খুবই জরুরী কাজ ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছে না। ফলে রাস্তা-ঘাট, হাট-বাজারে জনসাধারনের উপস্থিতি হ্রাস পেয়েছে। শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে আর্থিক সংকটে ভুগছে। পাশাপাশি প্রাণীকুলও তীব্র ঠান্ডায় জড়োসড়ো হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় ইরি-বোরোর বীজতলা, শাকসবজি কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে। মধ্যবিত্তসহ দরিদ্র মানুষেরা অল্প টাকায় গরম কাপড় কিনতে পুরাতন দোকান গুলোতে ভীড় করছে। তীব্র শীতের সুযোগে গরম কাপড় ব্যবসায়ীরা ২/৩ গুন বেশী মুনাফা করতে উঠে পড়ে লেগেছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, তীব্র শীতে গত ৬ দিনে ৪৫ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মঞ্জুর আলম জানান, সরকারের পক্ষ থেকে পাওয়া তিনশত পিচ কম্বল শীতার্তদের মাঝে বিতরন করা হয়েছে।