হাতিরঝিল-বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পঃ ২ জানুয়ারী প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন
শহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ টানা ৫ বছর কাজ শেষে ২ জানুয়ারী (বুধবার) উন্মুক্ত হচ্ছে হাতিরঝিল-বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প। এতে পূর্ব থেকে পশ্চিমে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বিনোদনের আলাদা একটি স্থানও পাবে রাজধানীবাসী। ১ জানুয়ারী (মঙ্গলবার) প্রকল্প পরিচালক এএসএম রায়হানুল জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্বোধন করবেন।
হোটেল সোনারগাঁও থেকে রামপুরা পর্যন্ত ৩০২ একর জমির ওপর এ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। রাজধানীর উত্তর থেকে দক্ষিণের মতো পুর্ব-পশ্চিমের যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে গত তত্বাবধায়ক সরকারের সময় প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প হাতে নেয়া হয়। যা বাস্তবায়নে ৯৩ শতাংশ অর্থের জোগান দিয়েছে সরকার। প্রকল্পটির মাঝখান দিয়ে বয়ে গেছে একটি লেক। তার পাশ ঘেঁষেই যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়েছে ১৬ কিলোমিটার সড়ক, চারটি সেতু, আরও চারটি ক্ষুদ্র সেতু (ভায়াডাক্ট)। রয়েছে চলাচলের জন্য চারটি উড়ালসেতু। বিনোদনের জন্য লেকে রাখা হয়েছে নৌকা চালানোর ব্যবস্থা, ছোট পরিসরে পিকনিক স্পটসহ বেশকিছু সুবিধা রয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। তবে বিনোদনকেন্দ্র হিসেবে এই প্রকল্পকে প্রস্তুতে আরও কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি। প্রকল্পটি চালু হলে পূর্ব অংশের রামপুরা, বাড্ডা থেকে সহজেই শহরের কেন্দ্রস্থল কারওয়ান বাজারে পৌঁছানো যাবে। প্রকল্পের মধ্যে গাড়িতে প্রবেশ ও বের হওয়ার জন্য তিনটি পয়েন্ট রাখা হয়েছে। এগুলো হলো- এফডিসির পাশের মোড়ে, মগবাজার রেল ক্রসিং এবং রামপুরা সেতুর কাছে। নগর পরিবহন বিশেষজ্ঞরাও আশা করছেন, হাতিরঝিল-বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প উন্মুক্ত হলে যানজট কমবে।