আবারও বাড়লো তেলের দাম!
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আবারো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বর্ধিত দাম অনুসারে এখন ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা ও পেট্রল ৯৬ টাকা লিটারে বিক্রি হবে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ দর কার্যকর হবে। পেট্রল ও অকটেনে লিটার প্রতি ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি ৭ টাকা করে বাড়ানো হয়েছে। জ্বালানি সচিবের একান্ত সচিব নাজমুল আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।
সরকারের এই ঘোষণার পর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্প বন্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে। পেট্রল পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে প্রশাসনের কোন ভূমিকার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১১ সালের ৩০ ডিসেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।