জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাপ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ-উৎকন্ঠা, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সরকারের ভুল নীতির দায় মেটাতে বার বার বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেলের বর্ধিত দাম জনগণ দেবে না। সরকার জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির ফলে কতিপয় লুটেরাদের পকেট ভারি হচ্ছে আর পকেট ফাঁকা হচ্ছে জনগণের। ন্যাপ এর দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমান চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সরকারের ডিজিটাল বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস বইছে, ঠিক সেই সময়ে সরকারের জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি শুধু অনৈতিকই নয়, জনবিরোধী। বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানী খাতে অব্যাহত সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার সমস্যার সমাধাণ না করে জনগনের উপর জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির নতুন অত্যাচারে দেশের শিল্প-কৃষিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি পাবে এবং অর্থনীতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব বয়ে আনবে। বার বার জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির ফলে দ্রব্যমূল্য, পরিবহন ব্যায়সহ একদিকে জনগনের জীবন যাত্রার ব্যায় বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সব উৎপাদন খাতের উপর মারাত্মক কুপ্রভাব ফেলছে।