৬ জানুয়ারী দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল
জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘সরকার জনগণের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ নিলে আন্দোলন চলবে। প্রয়োজন হলে হরতাল কেন আরো কঠিন কর্মসূচি দেয়া হবে। তিনি অভিযোগ করেন, এই সরকার সর্বত্র লুটের রাজত্ব কায়েম করেছে। তাদের এই লুটপাটের বোঝা জনগণের ওপর চাপাতেই বারবার জ্বালানি, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে।’ ৪ জানুয়ারী (শুক্রবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৮দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে প্রেস ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন। দেশের সুশীল সমাজ, বিশিষ্ট নাগরিক, ১৮দলীয় জোটসহ সকল শ্রেণী-পেশার মানুষের দাবি উপেক্ষা করে সরকার একতরফাভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ১৮দলীয় জোটের পক্ষে আগামী ৬ জানুয়ারী (রোববার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন তিনি। তরিকুল আরো বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চাই। কিন্তু সরকার যদি উস্কানি দিয়ে অনর্থক কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনস্বার্থে ঘোষিত রোববারের দেশব্যাপী হরতাল সার্বিকভাবে সফল করার জন্য পরিবহন মালিক, আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তরিকুল বলেন, এর ফলে দেশের সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। জাতীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। খাদ্যপণ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম বাড়বে। গণপরিবহনে নৈরাজ্য সৃষ্টি হবে। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।