প্রযুক্তির ব্যবহার বাড়ছেঃ বৃদ্ধি পাচ্ছে ইলেক্ট্রনিক সামগ্রীর প্রয়োগ

প্রযুক্তির ব্যবহার বাড়ছেঃ বৃদ্ধি পাচ্ছে ইলেক্ট্রনিক সামগ্রীর প্রয়োগ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। দিন দিন সহজলভ্য হচ্ছে বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী। আর সেই ধারার সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে কাজের ধারা। দাফতরিক কাজেও এখন অনেকে নিজেদের ইলেক্ট্রনিক সামগ্রীই ব্যবহার করছেন। সাম্প্রতিক একটি গবেষণা থেকে জানা গেছে, মানুষ এখন দাফতরিক কাজের সময়ও নিজেদের ব্যক্তিগত ই-পণ্য ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আর প্রতিষ্ঠানও এই প্রবণতা থেকে লাভবান হচ্ছে। ফলে এখন দাফতরিক কাজে এসব ই-সামগ্রী ব্যবহারে আর কোনো বাধা না দিয়ে বরং অনেক ক্ষেত্রেই উত্সাহিত করা হচ্ছে কর্মীদের। বিশেষ করে জার্মানিতে এখন দাফতরিক কাজে ব্যক্তিগত যন্ত্রপাতি ব্যবহারের এই ব্যবস্থাকে অনুমোদিত করা হয়েছে ‘ব্রিং ইয়োর ওন ডিভাইস’ তথা বিওড নীতির আওতায়। ফরেস্টার রিসার্চ নামক গবেষণা প্রতিষ্ঠানের ভোক্তা প্রযুক্তি বিষয়ক গবেষক টেড শাডল্যার বলেন,২০০৮ সালে অ্যাপল যখন তাদের মোবাইল ফোনে ই-মেইল ও ওয়েবসাইট ব্যবহারের সুবিধা চালু করে,তখন থেকেই এই প্রবণতার উত্থান। ফরেস্টার রিসার্চের গবেষাণায় দেখা গেছে, ৪০ শতাংশেরও বেশি জার্মান কর্মী দাফতরিক কাজে নিজের ব্যক্তিগত ফোন ব্যবহার করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই হার আরও বেশি। সেখানকার প্রায় অর্ধেক জনশক্তিই দাফতরিক কাজে নিজের ফোনটি ব্যবহার করেন। শাডল্যার বলেন, যেসব প্রতিষ্ঠান কর্মীদের কাজের ফল বিবেচনা করে, তাদের জন্য সুবিধাজনক সময়ে কাজ সম্পন্ন করলেই হলো। এতে দাফতরিক কাজ তাড়াতাড়ি শেষ করা বেশ সহজসাধ্য হয়। এই প্রবণতা বৃদ্ধির ফলে এখন পেশাগত এবং পারিবারিক জীবনের মধ্যে ব্যবধান কমে আসছে। এটিকে এখন আর নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে না। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের সময়ও এর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হারিকেন স্যান্ডির ফলে অনেকে দফতরে না যেতে পারলেও ক্যাফেতে বসেই দাফতরিক কাজ সেরেছেন। এছাড়া গত বছর জাপানে ভূমিকম্প ও সুনামির সময় জার্মান প্রতিষ্ঠান এসএপি তাদের জাপানে কর্মরত কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিয়েছেন। অবশ্য এ ক্ষেত্রে একটি বিশেষ ঝুঁকির দিক হলো, মানুষ সাধারণত ব্যক্তিগত কম্পিউটারে ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য খুব বেশি যত্নশীল হন না। আর সে ক্ষেত্রে দাফতরিক তথ্য-উপাত্তের বেশ ক্ষতি হতে পারে। তাই এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বলে সতর্ক করে দিয়েছে ফরেস্টার রিসার্চ।

আন্তর্জাতিক ডেস্ক