কেশবপুরে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু ॥ ক্লিনিক ঘেরাও
মিজানুর রহমান,কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের কেশবপুর শহরের সেবা সার্জিক্যাল ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় ফিরোজা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই মৃত্যুর পর মৃতার স্বজনরা ক্লিনিক ঘেরাও করে রাখে। জানা গেছে,উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুনকে ৪ জানুয়ারী কেশবপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে হাসপাতালের ডাক্তার আব্দুল মজিদ তাদেরকে শহরের সেবা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সে মোতাবেক এদিন ফিরোজাকে সেবা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার রাতে গৃহবধুকে অপারেশন করা হয়। শনিবার সকালে গৃহবধূর মৃত্যু হয়। মৃতার স্বজনদের অভিযোগ হাসপাতালের ডাক্তার আব্দুল মজিদ তাকে হাসপাতালে চিকিৎসা না নিয়ে সেবা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করার পরামর্শ দেয়,এবং ক্লিনিকে তিনি নিজে চিকিৎসা করবেন বলে জানান। তারই কারনে এবং সেবা সার্জিক্যাল ক্লিনিকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। এব্যাপারে সেবা সার্জিক্যাল ক্লিনিকের মালিক আলী নেওয়াজ জানান, ডাঃ মজিদ নিজে রোগীকে ১ দিনের জন্য ক্লিনিকে ভর্তি করেন। শনিবার সকালেও ডাক্তার তাকে চিকিৎসা দেন এবং দুপুরে আরেকবার দেখার পর পরবর্ত্তী সিদ্ধান্ত নেবেন বলে চলে যাওয়ার কিছু পর রোগীর মৃত্যু হয়। এব্যপারে ডাঃ আব্দুল মজিদের সাথে তার ব্যবহৃত ০১৭১৭-২৮৪৮৩৯ নং সেলফোনে যোগাযোগ করে তার সংযোগ বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। ফিরোজার মৃত্যুর পরই ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিক থেকে পালিয়ে যায় বলে রোগির স্বজনরা জানায়। এব্যাপারে গৃহবধুর স্বামী আব্দুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর ডাঃ মজিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গৃহবধুর স্বজনরা জানায় ৩ মাসের অন্তসত্ত্বা অবস্থায় তার পেটে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারনে তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।