নওগাঁর মহাদেবপুরে স্কুল ছাত্রীকে অপহরণের সময় আটক ১
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর মহাদেবপুরে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবার সময় মাইক্রোবাসের চালকের সহায়তায় অপহৃতাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ অপহরকারীকে গ্রেফতার করেছে। উপজেলার সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের উজ্জল চন্দ্র পোদ্দার জানান, তার মেয়ে ভালাইন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী, তার প্রতিবেশী মৃত অনিল কুমার মন্ডলের ছেলে পিন্টু কুমার মন্ডল (২৫) প্রায়ই উত্যক্ত করতো।
শনিবার সকালে স্কুলে যাবার পথে তার মেয়েকে পিন্টু তার কয়েকজন বন্ধুসহ অপহরণ করে একটি মাইক্রোবাস যোগে নওগাঁর দিকে নিয়ে যায়। খবর পেয়ে উজ্জল মোবাইল ফোনে মাইক্রোবাসের চালককে অপহরণের বিষয়টি জানালে চালক তাদেরকে নিয়ে মহাদেবপুর থানায় আসে। এ ব্যাপারে রাতে উজ্জল বাদী হয়ে পিন্টু ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অর্পন দাস জানান, পিন্টুকে গ্রেফতার দেখিয়ে রবিবার বিকেলে নওগাঁ কোর্টে চালান দেয়া হয় এবং অপহৃতার ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নিকট পাঠানো হয়েছে।