রোববার দুপুর থেকে অবরুদ্ধ বিমানের এমডি!
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদকে আট ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন একদল শ্রমিক-কর্মচারী। বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের বিরুদ্ধে করা ‘ষড়যন্ত্রমূলক’ দুটি বিভাগীয় মামলা প্রত্যাহার, বিমানের জনবল কাঠামো বাস্তবায়নসহ সাত দফা দাবিতে শ্রমিক-কর্মচারীরা ৬ জানুয়ারী (রোববার) বেলা আড়াইটা থেকে এমডিকে প্রধান কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এমডি তাঁর কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। তাঁর কক্ষের সামনে শ্রমিক-কর্মচারীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
কর্মচারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: শতভাগ চিকিত্সা ভাতা প্রদান পুনর্বহাল, পোশাকের (ইউনিফর্ম) টাকা সংস্থা থেকে প্রদান, আহার-ভাতা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা, ৫ থেকে ২২ বছর পর্যন্ত যেসব কর্মী দৈনিক ভিত্তিতে (ক্যাজুয়াল) কাজ করছেন, তাঁদের চাকরি স্থায়ী করা। গত বছরের ৫ মার্চ থেকে বিমান বাঁচাও ঐক্য পরিষদ বাংলাদেশ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কর্মবিরতিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। পরে বিমানমন্ত্রী ফারুক খান পরিষদের নেতাদের ডেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট স্থগিত করেন। আন্দোলন প্রত্যাহারের পর বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ ও পরে তাঁর বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলা করে অভিযোগ গঠন করা হয়। রোববার আবার আন্দোলনে গেলেন শ্রমিক-কর্মচারীরা।