নিজের কাছেই অবাক লাগে! (জেসিকা ইরফান)

নিজের কাছেই অবাক লাগে! (জেসিকা ইরফান)

নিজের কাছেই অবাক লাগে
———————————-
জেসিকা ইরফানঃ
~~~~~~~~~~~~~~~~~~

নিজের কাছেই অবাক লাগে , অবাক লাগে কত সময় আমাকে পেরিয়ে গেল
সময় আমাকে জানালো না ।
বাবাদের বুকে কেন এতো ভালোবাসার পাহাড় থাকে
আমি আমার সবুজ পাহাড়টাকে বিনিময় করতে চেয়েছিলাম বাবা’র সাথে
আমার কঠিন বাবা পাহাড় বানিজ্য শিখলো না ।
>>>
সন্তানের বুকে কোন জ্বালামুখ খুলে এত অগ্নি এত দহন
কতো কষ্ট জমা সঞ্চয়ী হলে চোখ হয়ে যায় স্রোতস্বিনী !
>>>
অবাক লাগে , কতটা জীবন আমার সাথে লুকোচুরি খেললো
বাঁশ বাগান থেকে চাঁদ উঠে নিভে গেল চাটগাঁ
আমাদের এবেনটি বায়স্কোপ,অনিন্দ কাগজের ঘর;
জানা হলো না …ও জীবন
>>>
বাবারা কেন চোখের দূরত্বের এত বাইরে চলে যায়
এত ঘুঘু পাখি ডাকে মধ্য বিষন্ন দুপুরে,জাম খাওয়া অবেলায়
>>>
এক জন্মের সব স্মৃতি জমা হয়ে থাকে বুকের কুঠুরি
স্মৃতি কেন এতো সরব ছিল , তোলপাড় করে কাঁদায়
কোন অভিমান আর বুকে জড়িয়ে ধরে না প্রাণ প্রিয় আত্মজাকে
>>>
আমার খুব অবাক লাগে , চিবুকে কতটা বয়স তিল হয়ে যায়, জানা হলো না
কেন বুকের মাঝে এতো তৃষ্ণা জুবুথুবু জমা হয়ে থাকে শুধু একবার দেখার
এতো মানুষের ভীড়ে কেন শুধু সেই মুখ খুঁজে খুঁজে আমাদের আলোতে ফেরে
>>>
তাঁদের ঘুম কেন এতো প্রগাঢ় হয় ?
তখন কেন ঘুমিয়ে যেতে পারি না তাঁর মতো ,
তাঁদের মতো ও ঘুম এসে আমাকে গুম করো না ?
>>>
বলো ।

অতিথি লেখক