প্লাটোনিক রচনা (জেবুননেসা হেলেন)

প্লাটোনিক রচনা (জেবুননেসা হেলেন)
***প্লাটোনিক রচনা***

—জেবুননেসা হেলেন—
=========================================================================================

এক পাল্টুন কথার মালায়
ফুল গড়ে দিয়ে
যদি বলো অস্ফুট উচ্চারণে
প্রেম এক ঈশ্বরিক দান
>>>
তিন ভাগে প্রেমের সংজ্ঞায়নে
বিশেষজ্ঞ আহ্বানে
জানতে হবে সভা করে মঞ্চায়নে।
>>>
বলতে হয়- প্রেম
ঘোমটা পরা এক অরন্য কন্যা।
>>>
কখনো মোহনা
কখনো উত্তাল সমুদ্র
কখনো শান্ত সুশীতল বায়ু সঞ্চালন।
>>>
প্রেম কখনো নগ্নতার বসন।
>>>
রোদ্রজ্জ্বল-প্রেম কখনো
গৃহী সন্যাসের আশ্রয়।
>>>
যুগে যুগে বদলে গেছে তাই
প্রেমের সংজ্ঞা ও ভাবসম্প্রসারন।
>>>
প্রেম!প্রেম!প্রেম! যাদুটোনা না বিষ বান!

অতিথি লেখক