৩ ডিগ্রি সেলসিয়াসঃ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আর তা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। আবহাওয়া অধিদফতরের সূত্রে আজ এ তথ্য জানা গেছে। বিগত চার দশকের মাঝে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিলো ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর তা রেকর্ড করা হয়েছিলো ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি। বরিশালের খেপুপাড়ায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম বলেন, রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে আজ শৈত্যপ্রবাহ বয়ে যেতে থাকবে। তা আরও ২৪ ঘণ্টা থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।