ম্যালেরিয়ার সারা বিশ্বে প্রতি বছর মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখঃ টিকা আবিষ্কারে অগ্রগতি হচ্ছে
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ম্যালেরিয়ার টিকা আবিষ্কারের বিষয়ে চিকিৎসা বিজ্ঞানীরা অনেক দূর এগিয়ে গেছেন। প্রতি বছর পৃথিবীতে সাড়ে ৬ লাখেরও বেশি মানুষ ম্যালেরিয়ায় মারা যায়। ম্যালেরিয়ার টিকা আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞানীরা সাফল্যের কাছাকাছি এসে গেছেন। তবে এ টিকা পরীক্ষার যে পদ্ধতি যেমন ঝুঁকিপূর্ণ তেমনি তা সময় সাপেক্ষ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে ম্যালেরিয়ার টিকা পরীক্ষার এমন একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা- যাতে হয়তো প্রত্যাশার অনেক আগেই টিকা আবিষ্কার সম্ভব হবে। একটি বায়োটেকনোলজি ফার্ম ম্যালেরিয়ার প্যারাসাইটকে ইনজেকশনের মাধ্যমেই প্রয়োগ করার পদ্ধতি বের করেছে; যার ফলে টিকার ক্লিনিক্যাল পরীক্ষা অনেক দ্রুত শেষ করা যাবে। গবেষকদের বিভিন্ন দলের অভিজ্ঞতা বিনিময়ও অনেক সহজ হয়ে যাবে।