কেশবপুরে রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
মিজানুর রহমান, কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ কেশবপুর চিংড়া সড়কের কালাবাসার মোড় থেকে বায়সা মোড় পর্যন্ত রাস্তা সংস্কারে নিম্নমানের ইট, বালি, নষ্ঠ কার্পেটিংয়ের উপর কম টেককোট ব্যবহার করে কার্পেটিং করাসহ ব্যাপক অনিয়ম, দূর্নীতি চলছে। জানা গেছে, যশোরের কেশবপুর ভায়া চিংড়া সড়কের হাসপাতাল সংলগ্ন কালাবাসার মোড় থেকে বায়সা মোড় পর্যন্ত ৪ হাজার মিটার সড়ক প্রস্তকরণসহ সংস্কার প্রকল্পে সড়ক ও জনপথ বিভাগ ৪ কোটি টাকা বরাদ্ধ করে। এ রাস্তা সংস্কার কাজের কার্যাদেশ পান যশোরের জিল্লুর করিম টিপু নামে এক ঠিকাদার। রাস্তার দু’পাশ দশমিক ৯ মিটার হারে প্রশস্ত ও ৬শ’ মিঃমিঃ গভীর করে ৩শ মিঃমিঃ বালি, ১শ’৫০ মিঃমিঃ খোয়া বালির মিশ্রন, ১শ’৫০ মিঃমিঃ শুধু খোয়া ব্যবহারের নিয়ম থাকলেও সে নিয়ম মানা হয়নি। শুধুমাত্র নিম্মমানের বালি দিয়েই প্রায় ৪শ’ মিঃমিঃ ভারাট করা হয়। এভাবে ঠিকাদার ২০১২ সালের মার্চ মাসে নিম্মমানের বালি, আমা ইটের খোয়া ব্যবহার করে রাস্তার দু’পাশ প্রশস্ত করে হঠাৎ কাজ বন্ধ করে দেয়। ফলে এরাস্তায় চলাচল করতে গিয়ে পথচারিরা গত ৯ মাস ধরে চরম দূর্ভোগের শিকার হয়। গত ১৫ জানুয়ারি থেকে ঠিকাদার এরাস্তায় কার্পেটিংয়ের কাজ শুরু করে। এসময় রাস্তার বড় বড় গর্তগুলো পূরনে পাথরের খোয়ার পরিবর্তে আমা ইটের খোয়া ব্যবহার, নষ্ঠ কার্পেটিংয়ের উপর কম টেককোট ব্যবহার করে কার্পেটিংয়ের কাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযত তদারকি না করার এই রাস্তা সংস্কারে কাজের ব্যাপক অনিয়ম, দূনীতি চলছে। রাস্তার সংস্কার সড়ক ও জনপথ বিভাগের অধীনে হওয়ায় কেশবপুরের প্রশাসন না দেখার ভান করে চলেছে।
এ ব্যাপারে যশোরের সড়ক ও জনপথ অফিসের এস.ও প্রকাশ কুমার জানান, যথাযথ তদারকিতে ৪কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ চলছে।