নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, আহত ২
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত ও ২জন আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্দবিহার এলাকায় জয়পুরহাট গামী একটি বালু বোঝাই ট্রলিকে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ট্রলির চালক রুবেল (২০) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত রুবেল উপজেলার রনহার গ্রামের ওবায়দুল হকের ছেলে। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে থানা পুলিশকে খবর দিলে রুবেলের লাশ ও ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বদলগাছী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে দুপুর সোয়া ২টার দিকে একই উপজেলার বদলগাছী-পতœীতলা সড়কের পয়নারী ব্রীজের কাছে একটি যাত্রীবাহী বাসের চাপায় উপজেলার চান্দপাড়া গ্রামের সবুজের স্ত্রী আলেফা বিবি (২৫) ও শ্বাশুড়ি আনোয়ারা বেগম (৪৫) নামের মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, সবুজ তার স্ত্রী, শ্বাশুড়ি ও মেয়েকে নিয়ে মোটর সাইকেলযোগে শ্বশুর বাড়ি থেকে বদলগাছিতে যাচ্ছিল। এ সময় পতœীতলা অভিমূখী সাধারন পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলেফা বিবি ও আনোয়ারা বেগম মারা যায়। এ ঘটনায় সবুজ ও তার ৪ বছরের মেয়ে সুবর্না গুরুতর আহত হয়। ঘটনার পর পরই তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরনের আশ্বাস দিলে জনতা ব্যারিকেড তুলে নেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। পুলিশ বাসটি আটক করেছে।