হরতালের প্রথম প্রহরে জামায়াতের তান্ডব!
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জামায়াতের ডাকা হরতালে গতরাত থেকেই ব্যাপক নাশকতা চলছে। গতকাল রাতে উওরায় বাসে আগুনে একবাস যাত্রী নিহত হয়েছেন। এছাড়া টঙ্গীতে হরতাল সমর্থকরা ২৫টি বাস ভাঙচুর করেছেন এবং একটি বাসে আগুন দিয়েছেন। জুরাইনে জামাত-শিবিরের আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে। পুলিশের সাথে সংঘর্ষ চলছে। এদিকে, রাজধানীর মহাখালীতে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশের গাড়িতে জামাত-শিবিরের হামলা চালিয়েছে। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। রাজধানীর মিরহাজীরবাগে খন্ড জামাতের মিছিল এবং ককটেল বিস্ফোরণ। মিরপুরে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শেওড়াপাড়ায় জামাতের মিছিলে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ। এতে ১ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ৫ জনকে আটক গ্রেফতার করেছে। রামপুরায় জামাতের মিছিলে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং ২ জন আটক। এছাড়া সকাল ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুর,ঝিকাতলায় পুলিশ-জামাত সংঘর্ষ হয়েছে।
অপরদিকে, আশুলিয়ার মানামি গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনীর ৫টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা জানা যায়নি।