রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষঃ পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ রাজশাহীতে হরতাল চলাকালে মঙ্গলবার সকাল ৮টার দিকে ছাত্রশিবির-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহানগরীর বিনোদপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। মিছিল করতে বাধা দিলে ছাত্রশিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট- পাটকেল ছুড়তে থাকে এবং একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে পুলিশ বহনকারী একটি সিএনজি চালিত হিউম্যান হলারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় ছাত্রশিবিরের সাথে পুলিশের প্রায় ২০ মিনিট সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ছাত্রশিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষের ঘটনার পর ওই এলাকায় পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। এসময় ছাত্রশিবির সন্দেহে দুইজনকে আটক করে পুলিশ।
এদিকে, এর আগে মহানগরীর হাদির মোড়ে হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এছাড়া মহানগরীর পার্কের গেটের সামনের সড়কসহ বিভিন্ন পয়েন্টেই সকাল থেকেই ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। হরতালকে ঘিরে মহানগরী জুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। চলছে র্যাবের টহল।