গণসঙ্গীতে মুখরিত শাহবাগ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ। গগণ বিদারী চিৎকার আর গণসঙ্গীতের কোরাসে উত্তাল। জনসমাবেশ স্থলের সব প্রবেশ মুখের জনস্রোত এসে মিশছে এখানে। ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যার পরই বিকেলের জনস্রোত বাঁধভাঙা জনসমুদ্রে রূপ নেয়। ‘তুই রাজাকার, তুই রাজাকার’, ‘একটাই দাবি ফাঁসি, ফাঁসি’ ‘আমি কে, তুমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ শহীদের বাংলায়, রাজাকারের ঠাঁই নেই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হচ্ছে সমাবেশ স্থলসহ পুরো এলাকা। এছাড়াও ‘আমরা ক’জন নবীন মাঝি, হাল ধরেছি..’ জয় বাংলা, বাংলার জয়..’ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ‘কারার ওই লৌহ কপাট’সহ মুক্তিযুদ্ধের গণসঙ্গীতে এখন মুখরিত শাহবাগ।