কান পাতো, প্রতিটি কন্ঠ আজ শহীদ জননী (আলী রীয়াজ)
***কান পাতো, প্রতিটি কন্ঠ আজ শহীদ জননী***
//আলী রীয়াজঃ//
কান পাতো, যতদূরে থাকো না কেন
কান পাতো;
পৃথিবীর আলো ও আঁধারেরা,
উৎসব ও বেদনারা যতই রাখুক দূরে – কান পাতো;
নিস্তব্ধতা চূর্ণ করে, রাতের আঁধার দীর্ণ করে, উজ্জ্বল সূর্যকে ম্লান করে
যে শব্দেরা উঠে আসে
তাঁরা সব সমবেত শাহবাগে
তাঁরা আজ সমবেত শাহবাগে
>>>
তুমি কি শুনতে পাও?
>>>
তরুণীর তীব্র গগনভেদী শ্লোগানের স্বর, তুমি কি শুনতে পাও?
এ তাঁর একার কণ্ঠ নয়,
যে মানুষেরা একত্রিত রাজপথে, রাস্তায় ও চত্বরে এ তাঁদের কণ্ঠস্বর নয়
প্রতিটি কন্ঠে আজ ধ্বনি তোলে শহীদেরা, প্রতিটি কন্ঠ আজ একসাথে লাখে লাখ
>>>
এত লোক কোথা থেকে আসে?
>>>
বানের জলের মত তাঁরা আসে গ্রাম গঞ্জ লোকালয় থেকে
তাঁরা আসে কবরের দেয়াল ছিন্ন করে
‘এ লাশ মাটির নীচে থাকবে না’ বলে সারি সারি উঠে আসে
তাঁরা আসে ‘জাগো বাহে কুন্ঠে সবাই’ বলে
‘আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হবো’ বলে তাঁরা আসে দ্বিগুণে ত্রিগুনে;
>>>
তাই আজ ঢল নামে শাহবাগে, শহরে শহরে
>>>
কান পাতো
প্রতিটি কন্ঠ আজ লাখে লাখে লাঞ্ছিতা বোনের স্বর
প্রতিটি কণ্ঠ আজ আমার যোদ্ধা বোন
প্রতিটি কন্ঠ আজ শহীদ জননী
কান পাতো
কান পাতো, যতদূরে থাকো না কেন।
(লেখাটি ‘এই দেশ’ ব্লগ থেকে সংগৃহীত)