১৪ ফেব্রুয়ারি মোমবাতি প্রজ্জ্বলন করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে আহ্বান
সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে ৩ মিনিট দেশব্যাপী দাঁড়িয়ে নীরবতা পালনের পর এবার ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় দেশব্যাপী মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শাহবাগের আন্দোলনকারীরা। এদিন যে যেখানে থাকবেন সেখানেই একটি করে মোমবাতি প্রজ্জ্বলন করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে আহ্বান করা হয়েছে। এছাড়া বুধবার বিকেল ৩টায় শাহবাগের আন্দোলনস্থলে ফাল্গুনের প্রতিবাদী গান পরিবেশন করবেন শিল্পীরা। দুই দিনের এই কর্মসূচি ঘোষণার পর শাহবাগে উপস্থিত হাজারো জনতা কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।