গণজাগরণ মঞ্চে শহীদ জননী জাহানারা ইমামের বিশাল প্রতিকৃতির উন্মোচন করা হয়েছে
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ১ মিনিটের জন্য নীরবতা প্রকাশের পর গণজাগরণ মঞ্চে শহীদ জননী জাহানারা ইমামের বিশাল প্রতিকৃতির উন্মোচন করা হয়। কালো কাপড়ে মোড়ানো জাহানারা ইমামের প্রতিকৃতি উন্মোচনের পরপরই চারিদিক থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। স্লোগান দেয়া হয়, ‘শহীদ জননী জাহানারা ইমাম লও সালাম, লও সালাম’। প্রতিকৃতিটি ৩৫ ফিট উঁচু। এর আগে ঠিক সন্ধ্যা ৭টায় ১ মিনিট নীরবতা পালন করা হয় প্রজন্ম চত্বরে। তখন সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। এ যেন প্রতিবাদের সুতীব্র আরেক রকম ভাষা। বিকেল থেকেই চলছিল প্রতিবাদী গানের আসর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা গণজাগরণ মঞ্চে গান পরিবেশন করেন। ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার)ও বিকেল ৪টায় সারাদেশে ৩ মিনিট নীরবতা পালন করা হয়।