আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে বিকেল ৩টায় মহাসমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ
জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে বিকেল ৩টায় মহাসমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৩ মিনিটে শহীদদের স্মরণে চিঠি লিখে বেলুন ওড়ানোর কর্মসূচি পালিত হবে। ১৮ ফেব্রুয়ারি (সোমবার) রাত ৯টায় শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণা দেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার। এ সময় যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেগুলোতে একুশে ফেব্রুয়ারির আগে শহীদ মিনার নির্মাণের আহ্বানও জানান তিনি। এছাড়া ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় প্রয়াত তরিকুল ইসলাম শান্তর জানাযা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। আন্দোলনে টানা অংশ নিতে যেয়ে কার্ডিয়্যাক অ্যারেস্টের শিকার হয়ে নিহত হন শান্ত। শুরু থেকেই শাহবাগের আন্দোলনে সক্রিয় ছিলেন শান্ত। কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনের কর্মসূচি হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মহাসমাবেশ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাগরণ সমাবেশ। উভয় সমাবেশেই যোগ দেয় লাখো জনতা। সোমবার গণআন্দোলনের ১৪তম দিন। এ আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণি-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। প্রতিদিনই বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।
কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ গণআন্দোলনে যোগ দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।