শাহবাগের গণ জাগরণ মঞ্চঃ ৬ দফা দাবি আদায়ে আল্টিমেটাম
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শাহবাগের গণ জাগরণ মঞ্চ থেকে ৬ দফা দাবি আদায়ে আল্টিমেটাম দেয়া হয়েছে। দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেয়া হয়েছে।
১ সপ্তাহের খুনীদের গ্রফতারের আলটিমেটাম।
২৬ মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করতে হবে।
অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠনের আর্থিক উৎস চিহ্নিত করে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে।
অবিলম্বে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালকে স্থায়ী রূপ দিতে হবে।
জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এদের ভয়ঙ্কর রূপ প্রকাশ করে দিতে হবে উস্কানিদাতা গণমাধ্যমগুলোর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচী :
২২ ফেব্রুয়ারী শুক্রবার স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে জামায়াত শিবিরের হাতে নিহত সবার জন্য বাদ জুমা মসজিদে দোয়া অনুষ্ঠান, সব ধর্মের প্রার্থনালয়ে উপাসনা।
২২ ফেব্রুয়ারী থেকে ৭ মার্চ পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচী দেশ এবংদেশের বাইরে সকল জায়গায়। সবাই নিজ দায়িত্বে প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিপার্শ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে প্রজন্ম চত্বরে পাঠিয়ে দেবেন। গণস্বাক্ষর জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
১লা মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিটি বিভাগে গনজাগরন মঞ্চের পক্ষ থেকে সংহতি সমাবেশ।
২৩ ফেব্রুয়ারী রায়ের বাজার বধ্যভূমিতে সমাবেশ এবং শপথ পাঠ।
২৫ ফেব্রুয়ারী মিরপুর ১০ নাম্বার গোলচক্করে সমাবেশ।
২৭ ফেব্রুয়ারী মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ
১ মার্চ সারা বাংলাদেশের জাগরণ মঞ্চে প্রতিবাদী গান, বিকেল ৩ টা থেকে।
৩ মার্চ, বাহাদুর শাহ পার্ক, ৫ মার্চ যাত্রাবাড়ি চৌরাস্তায় বিকেল ৩ টায় সমাবেশ।
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও প্রতিবাদী গান বিকেল ৩ টায়।
প্রতি শুক্রবার সকল গণজাগরন মঞ্চে ৩ টা থেকে সমাবেশ চলবে।
প্রতিটি রায় ঘোষণার আগের দিন বিকেল ৩ টা থেকে সবাই গণজাগরন মঞ্চে উপস্থিত হব।