স্বদেশের হৃৎপিন্ড যখন থরথর করে কাঁপতে থাকে (খালেদ হোসাইন)
***স্বদেশের হৃৎপিন্ড যখন থরথর করে কাঁপতে থাকে***
খালেদ হোসাইনঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
স্বদেশের হৃৎপিন্ড যখন থরথর করে কাঁপতে থাকে
তখন কবিতা না লিখে বরং নিজেকে সশস্ত্র করা ভালো
আত্মমর্যাদা যদি লুণ্ঠিত হতে থাকে
তবে আত্মরক্ষার চেয়ে বরং আক্রমণ করাই ভালো।
>>>
মা আমার, বারবার তোমার মলিন মুখ দেখে দেখে
বেঁচে থাকার চেয়ে বরং বুকের ফিনকি-দেয়া রক্তে
রাজপথে আলপনা আঁকা ভালো
তমসার চাদরে কেউ যদি তোমার আত্মাকে
আবৃত করে দিতে চায়
তাহলে বিক্ষুব্ধ হাতে টুঁটি চেপে তাকে
নিঃসাড় করে দেয়া ভালো।