রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে জিআরপি ও আরএনবি’র প্রতি নির্দেশ দেয়া হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কগুলোয় বিশেষ নিরাপত্তা এবং রেলব্রিজ পাহারায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। পাশাপাশি লোকোমোটিভ শেড নিরাপত্তায় স্থানীয়দের সহায়তা চাওয়া হয়েছে। ৩ মার্চ (রোববার) রেলমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে রেলে সহিংসতা মোকাবিলায় অনুষ্ঠিত বৈঠকে রেলের নিরাপত্তা জোরদারের এ নির্দেশনা দেয়া হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়। বৈঠকে জামায়াত-শিবির কর্তৃক সারা দেশে রেলের ওপরে যে ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, বর্তমান অবস্থায় রেলের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং যাতে কোনো ধ্বংসাত্মক কাজ না করতে পারে সেজন্য কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে রেলমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে সতর্ক থেকে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’ কারও অবহেলা বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ বৈঠকে রেলপথ সচিব মোহাম্মদ মাহবুব-উর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।