৬ মার্চ বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হরতাল শেষে বিরোধীদল বিএনপি বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও শনিবার নিহতদের স্মরণে গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছে। সারা দেশে দিনব্যাপী হরতালের শেষ প্রহরে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘মঙ্গলবারের হরতালে দলের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে ও পুলিশের নির্যাতনে আহত হয়েছে আড়াই শতাধিক।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের নামে মামলা হয়েছে। তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন এবং আন্দোলনে নেতৃত্ব দেবেন।’ তবে মহাসচিব কোথায় আছেন এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। রিজভী আহমেদ বলেন, ‘হরতালে পুলিশের গুলিতে সাতক্ষীরার বিএনপি নেতা শামসুল আলম মোড়ল নিহত হয়েছেন।’ তিনি বলেন, ‘পুলিশ বেষ্টনীর মধ্যে থেকে যুবলীগ-ছাত্রলীগ বিএনপি অফিসের সামনেসহ সারাদেশে মহড়া দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে এমন নজির নেই যে, পুলিশের ছত্রছায়ায় বিরোধীদল দমনে নিজ দলীয় ক্যাডারদের ব্যবহার করা হয়।’ তিনি দাবি করেন, ‘আজকের হরতালে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা গোটা দেশ স্তব্দ করে দিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।’ রিজভী বলেন, ‘হরতালকে কেন্দ্র করে ৪ হাজার নেতাকর্মীর নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা আবদুস সালাম, মাসুদ আহম্মেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, আবদুল লতিফ জনি, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা, রেহেনা আকতার রানু প্রমুখ।