২৫ মার্চ বৃহত্তর চট্টগ্রামে জামায়াতের হরতাল আহ্বান
চট্রগ্রাম প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বৃহত্তর চট্টগ্রামে ২৫ মার্চ (সোমবার) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। পুলিশের অভিযান চলাকালে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর ভাগিনা ও জামায়াতকর্মী মো. মাইনুদ্দীন হাসান ওরফে মুন্নার মৃত্যুর ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের অভিযোগ, নির্যাতনের পর ছাদ থেকে ফেলে মুন্নাকে হত্যা করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর প্যারেড ময়দানে মুন্নার জানাজার নামাজ পূর্ব এক সমাবেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নগর আমির ও সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশ নির্যাতন করে ছাদ থেকে ফেলে দিয়ে মুন্নাকে হত্যা করেছে।’ তিনি আরও বলেন, ‘মাইনুদ্দীন হাসান মুন্নাকে হত্যা, খুনিদের গ্রেফতার ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে জামায়াতের পক্ষ থেকে ১৮ দলীয় জোটের সমর্থনে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারাগারে পাঠিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। দেশের তৌহিদী জনতা এ দেশকে রক্ষা করবে।’
প্রসঙ্গত, গত ১৩ মার্চ জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে ধরতে পুলিশ নগরীর রাহাত্তার পুল এলাকার একটি বাসায় অভিযান চালায়। তখন বাসায় উপস্থিত তার ভাগিনা মুন্না পুলিশ দেখে বাসার পাশে আরেকটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে লাফ দেয়। এ সময় ছিটকে সে নিচে পড়ে যায়। এতে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন মুন্নার মৃত্যু হয়।