নিয়তি (শামসুন নাহার)
—শামসুন নাহার—
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমিহীন বিবর্ণ চারপাশ
জনাকীর্ণ শহরে সুনসান নিরবতা।
শুধু তুমি নেই বলে
এই কোলাহলে
আমি সম্পূর্ণ একা।
>>>
মাঝে মাঝে শূন্যতা গ্রাস করে
খুব কাজে ডুবে থেকে ,
অনেক লোকের ভিড়ে ,
কি এক শূন্যতা যেন —-
>>>
সেলফোনটা বেজেই যায়,
কাজে অকাজে কত ফোন,
তবু ফোনটাকে নীরব মনেহয়
কোনও কিছুই অপরিহার্য নয় ।
কিছু কিছু না থাকা তবু
হৃদস্পন্দনের মতো ধুকধুক
করে জানান দেয় সর্বক্ষণ ,
>>>
বেঁচে আছি———
তোমাকে ছাড়াই।
>>>
এমনি করেই হয়তো সত্যি একদিন হারিয়ে যাব ।
>>>
হয়তো খুঁজবেনা কেউ,
কেউ কেউ বুঝবে ও না –
তবু চোখের আড়াল হলেই
অস্থিরতায় কাঁপবে কারো চোখের পাতা—
কেউ হয়তো মনে মনে ভাববে —
দু’লাইন চিঠি অথবা কবিতা লিখবে কি কেউ –
কে জানে !
——————————————————————————————————————————————–