ময়মনসিংহে ৫০ লাখ টাকা মূল্যমানের ট্রেনের বগিতে আগুন
আনোয়ার হোসেন,ময়মনসিংহ থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ ময়মনসিংহ রেলস্টেশনে জিএম ২৫৩/৫৪ নম্বর ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দিয়েছে হরতালের সমর্থকেরা। বগিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ২৬ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতালের আগের দিন এ ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন সূত্র জানায়, আগুন দেয়ার সময় ট্রেনটি স্টেশনে থেমে ছিল। সাত-আটজন দুর্বৃত্ত হঠাত্ এসে ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বগিটি ভস্মীভূত হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিভিয়ে ফেলে। রেলস্টেশনের সুপারিন্টেন্ডেন্ট আবু তাহের জানান, চট্টগ্রাম থেকে যমুনা সেতু পর্যন্ত যাতায়াত করা এই ট্রেনের একটি বগি আগুনে ভস্মীভূত হয়েছে। এর অর্থমূল্য প্রায় ৫০ লাখ টাকা। বুধবার সকাল ছয়টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। জোটের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি, গণহত্যা বন্ধ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।