টেস্ট রেটিং পয়েন্ট গণনাঃ বাংলাদেশ ক্রিকেট দলের এক পয়েন্ট অর্জন
রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ টেস্ট রেটিং পয়েন্ট গণনায় অবশেষ বাংলাদেশ ক্রিকেট দল এক পয়েন্ট অর্জন করল। গল টেস্টের অবিস্মরণীয় পারফরম্যান্সের ফলে এই পয়েন্ট অর্জিত হলো। টেস্ট র্যাংকিংয়ে সবার পেছনে নবম স্থানে লাল-সবুজ পতাকাধারীরা। টেস্টের সেরা দল হিসেবে খেতাব পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১২৮। র্যাংকিংয়ে অবস্থান প্রথম। নিউজিল্যাণ্ডে ভাগ্যেরে ফেরে সিরিজ ড্র করলেও ইংল্যান্ড টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। ইংলিশদের ঝুলিতে ১১৪ পয়েন্ট। তৃতীয় স্থানে সদ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১২। চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১০। পঞ্চম স্থানে পাকিস্তান (১০৪), ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা (৯২), সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ (৯২) ও অষ্টম স্থানে নিউজিল্যান্ড (৮৩)।
উল্লেখ্য, টেস্টের আরেক দল জিম্বাবুয়ে পর্যাপ্ত ম্যাচ না খেলায় র্যাংকিংয়ের বাইরে রয়েছে।