নওগাঁয় শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নির্দলীয় নিরেপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নওগাঁয় ১৮ দলের হরতাল শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। ২৭ মার্চ (বুধবার) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে পিকেটিং করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে জেলা বিএনপির একটি মিছিল শহরের মুক্তির মোড় থেকে বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তাজের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আঃ মতিন তালুকদার, মহিলা দলের শবনম মোস্তারী কলি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদল নেতা খালিদ হাসান লিপ্ত, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিউল আজম ওরফে ভিপি রানা, মোক্তার, শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে, সকালে শহরের তাজের মোড় থেকে হরতালের সমর্থনে জামায়াত শিবির একটি মিছিল বের করে শহরের তুলশীগঙ্গা ব্রীজের নিকট গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশ করেছে। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল রাকিব হোসেন, প্রচার সম্পাদক আইনুল হক, জেলা শিবির সভাপতি নাসির উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সকাল থেকেই শহরের প্রধান সড়কের মুক্তির মোড়, ঢাকা বাস ষ্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, তাজের মোড়, দয়ালের মোড় এবং আদালত চত্বর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি র্যাবের টহল অব্যাহত রয়েছে। নওগাঁ থেকে দূরপাল্লার কোন বাস ট্রাক বা ভারী যানবাহন ছেড়ে যায়নি। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান গুলো, ব্যাংক বীমা খোলা থাকলেও কোন লেনদেন হয়নি। শহরের দোকানপাট সম্পূর্ন বন্ধ ছিল।