বগুড়ায় ব্যাপক সংঘর্ষঃ ককটেল বিস্ফোরণ,বাস-ট্রাকে অগ্নিসংযোগ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে ৩১ মার্চ (রোববার) বেলা পৌনে ৩ টায় বগুড়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহরের পার্ক রোড থেকে বের করার চেষ্টা করে। এসময় পুলিশ মিছিলের সামনে আসলে জামায়াত শিবিরের নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ১৫/২০ টি ককটেল বিস্ফোরন ঘটায়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ১৫/১৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে পুলিশ সেখান থেকে শহর জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল, জামায়াত কর্মী শহিদুল ইসলাম এবং হানজালাকে গ্রেফতার করে। এঘটনার পর থেকে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে বগুড়ার তিন মাথা এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি বাস এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এছাড়া রাতে শহরের বারেপুরে চাল বোঝাই একটি ট্রাক পুরিয়ে দিয়েছে। এদিকে শেরপুর উপজেলার মহিপুরে ৮টি, শিবগঞ্জ উপজেলার চন্ডিহারায় ৩টি এবং দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীতে ১টি যানবাহন ভাংচুর করেছে।