২ এপ্রিল আবারও হরতাল!
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী ২ এপ্রিল (মঙ্গলবার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। ৩১ মার্চ (রোববার) রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে ১০ এপ্রিল নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ হবে। ওই সমাবেশ থেকে খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করবেন। সেদিন বিকেল তিনটায় ওই সমাবেশে খালেদা জিয়া ভাষণ দেবেন বলেও জানান ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি, খুলনার ডমুরিয়া ও তেরোখাদায় সর্বমোট ১৩ জন মানুষকে হত্যাসহ মার্চে সারাদেশে গণহত্যার প্রতিবাদে এবং আটক নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২ এপ্রিল মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত হয়েছে।’ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রোববার রাত সোয়া ৯টায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নির্ধারণ করে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বৈঠকের শুরুর ৪০ মিনিট পর জোটের সিদ্ধান্ত সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ ঘোষণা দেন। সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের বৈঠকে শীর্ষ নেতাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মবিন, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, মুসলিম লীগের সভাপতি আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।