নওগাঁয় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জনতার শক্তি, রুখবে দূর্নীতি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালী, শপথ বাক্য, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। ১ এপ্রিল (সোমবার) সকালে পিটিআই চত্বর থেকে একটি র্যালী বের হয়ে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন কালেকটরেট চত্বরে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি অফিসে গিয়ে শেষ হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক দেওয়ান ইশরাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দীন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি দূর্নীতি করব না, দূর্নীতি সইব না, উপস্থিত সবাইকে ও ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান। পরে এক মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের চার শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।