গ্রেফতারকৃত ব্লগাররা সরাসরি গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িত নাঃ ইমরান
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ শাহবাগে আন্দোলন চলবেই। দাবি আদায় হলেই রাজপথ ছেড়ে যাবো। আর কারো নির্দেশে গণজাগরণ মঞ্চ বন্ধ হবে না বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার। ২ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে গণজাগরণ মঞ্চে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় ডা. ইমরান বলেন, “কারো পরামর্শ নিয়ে গণজাগরণ মঞ্চ তৈরি হয়নি। তাই কারো নির্দেশে এটা বন্ধ হবে না।” সমপ্রতি ব্লগে লেখালেখির কারণে তিন ব্লগারকে গ্রেফতারের বিষয়টি নজিরবিহীন দাবি করে তিনি বলেন, “এভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা কতটা সংবিধানসম্মত তা প্রশ্নবিদ্ধ। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উস্কানির বিষয়ে সরকারের ধারণা কতটুকু স্বচ্ছ তাও প্রশ্নের বিষয়।” গণজাগরণ মঞ্চ গুটিয়ে ফেলার বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত প্রসঙ্গে ইমরান বলেন, ‘এ আন্দোলন অহিংস, শান্তিপূর্ণ। আমরা ৪ এপ্রিল বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবো। কেউ বললেই এ আন্দোলন গুটিয়ে ফেলা হবে না। দাবি আদায় হলেই রাজপথ ছেড়ে যাবো।’ তিনি বলেন, ‘আমরা প্রথম থেকে লক্ষ্য করে আসছি ব্লগ বা ইন্টারনেট নিয়ে সরকার যে চিন্তা করছে বা পদক্ষেপ নিচ্ছে এর সঙ্গে জড়িতরা এ ব্লগ বা ইন্টারনেটের সঙ্গে পরিচিত নন। এছাড়া তদন্ত কমিটিতে যাদের রাখা হয়েছে তারাও ইন্টারনেট বুঝেন না। তারা এ বিষয়ে আলোচনা করতেও চান না।’ ‘জামায়াত-শিবির ব্লগ এবং ইন্টারনেটে যখন ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তখন সরকারের ধর্মানুভূতি কোথায় থাকে’ প্রশ্ন করেন ইমরান। গ্রেফতারকৃত ব্লগাররা গণজাগরণ মঞ্চের সদস্য কিনা-এমন প্রশ্নের জবাবে ইমরান সরকার বলেন, ‘তারা সরাসরি গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িত না। তবে তারা এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।’