নওগাঁয় শিবিরের ঝটিকা মিছিলঃ সড়ক অবরোধ, আটক ২
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রেফতারের প্রতিবাদে শিবিরের ডাকে রাজশাহী ও রংপুর বিভাগে সকাল সন্ধ্যা হরতালে বুধবার নওগাঁয় ঝটিকা মিছিল ও সড়ক অবরোধ করেছে শিবিরের নেতা কর্মিরা। বুধবার সাড়ে ৭টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের তালপুকুর এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে ইয়াদ আলীর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিবির নেতা কর্মিরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলে। তারা প্রায় ৩০ মিনিট সড়কটি অবরোধ করে রাখে। এ সময় সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। অন্যদিকে শিবির সন্দেহে সকাল ৭টার দিকে শহরের কাঁঠালতলী এলাকা থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলোঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার মনোপাড়া গ্রামের ছেফাত উল্লাহর পুত্র জাহিদুল ইসলাম (২৪) ও জেলার ধামইরহাট উপজেলার হজরতপুর গ্রামের মঈন উদ্দীনের পুত্র মাহমুদ হোসেন (১৮)।
নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান আটককৃত দু’জনই শিবিরের কর্মী ও নওগাঁ গাওসুল আজম বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থী। আটকের পর তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই শহরের প্রধান সড়কের মুক্তির মোড়, ঢাকা বাস ষ্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, তাজের মোড়, দয়ালের মোড় ও আদালত চত্বর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি র্যাবের টহল অব্যাহত রয়েছে। নওগাঁ থেকে দূরপাল¬ার কোন বাস ট্রাক বা ভারী যানবাহন ছেড়ে যায়নি। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠিন গুলো, ব্যাংক বীমা খোলা থাকলেও কোন লেনদেন হয়নি। শহরের দোকানপাট সম্পূর্ন বন্ধ রয়েছে।