না ফেরার দেশে ‘লৌহমানবী’ মার্গারেট থ্যাচার
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ৮ এপ্রিল (সোমবার) মস্তিষ্কে রক্তক্ষরণের রোগে (স্ট্রোকে) আক্রান্ত হয়ে মারা গেছেন। ‘লৌহমানবী’ হিসেবে খ্যাত এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৭ বছর। থ্যাচার ছিলেন দৃঢ় ও স্পষ্টভাষী। তিনি টানা তিনটি নির্বাচনে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে জয়লাভ করেন। ১৯ শতকের যুক্তরাজ্যে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন থ্যাচার। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রায় সাড়ে ১১ বছর ক্ষমতায় ছিলেন। থ্যাচারের মৃত্যুতে যুক্তরাজ্যের বর্তমান ডেভিড ক্যামেরন শোক জানিয়ে বলেছেন, ‘লেডি থ্যাচারের মৃত্যুর খবর পেয়ে নিদারুণ শোকাহত হয়েছি। আমরা এক মহান নেতা, মহান প্রধানমন্ত্রী ও মহান ব্রিটিশকে হারালাম।’ থ্যাচারের পরিবারের মুখপাত্র লর্ড টিম বেল জানান, ‘আজ সকালে স্বাভাবিক মৃত্যু হয়েছে থ্যাচারের।’ তিনি বলেন, ‘এটা গভীর দুঃখের ঘটনা যে, মার্ক ও ক্যারল থ্যাচার জানিয়েছেন, তাঁদের মা ব্যারোনেস থ্যাচার আজ সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে গত হয়েছেন।’
মুদিদোকানির মেয়ে থ্যাচার প্রধানমন্ত্রী হওয়ার পর নিজ দেশে একই সঙ্গে ভালোবাসা ও ঘৃণার পাত্র ছিলেন। দেশে ট্রেড ইউনিয়নের ক্ষমতা কমিয়ে দেয়ায় এবং বহু সরকারি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেয়ার কারণে তিনি ছিলেন বিতর্কিত। লৌহমানবীর মৃত্যুর খবরে যুক্তরাজ্যের রানি এলিজাবেথ গভীর শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যে তিনি থ্যাচারের পরিবারের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন।