হরতালঃ হেফাজতের শেষ, বিএনপির শুরু
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সংঘর্ষ সহিংসতা, জ্বালাও-পোড়াও, ভাংচুর ও রাস্তা অবরোধের মধ্য দিয়ে দেশব্যাপী শেষ হয়েছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। অন্যদিকে, বগুড়ায় ৮ এপ্রিল (সোমবার) সন্ধ্যা থেকে বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টার হরতাল শুরু হয়েছে। আর রাত পোহালেই শুরু হবে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল। এছাড়া কুমিল্লা ও ঠাকুরগাঁওতে রয়েছে অনির্দিষ্টকালের হরতাল। রোববার ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দশ শীর্ষ নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর পরপরই মঙ্গল ও বুধবার হরতাল ডাকে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, মঙ্গলবার ভোর ছ’টা থেকে শুরু হয়ে বুধবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ১৮ দলীয় জোটের হরতাল চলবে।যদিও এ হরতালকে ১৮ দলীয় জোটেরই হরতাল বলা হচ্ছে বিএনপির তরফে। অন্যদিকে, আজ দুপুরে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জরুরি সভা করে সোমবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার হরতাল আহ্বান করে।