৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনঃ বিক্ষিপ্ত সংঘর্ষ, অসংখ্য ককটেল বিস্ফোরণ,গাড়িতে আগুন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীসহ সারাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন মঙ্গলবার অতিবাহিত হয়েছে। হরতালে বগুড়ায় পিকেটারদের ইটের আঘাতে ট্রাকচালক নিহত এবং রাজশাহী ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত ট্রাক চালকের নাম খোকন (৩০)।
জানা গেছে, রাজধানীর মিরপুর, তেজগাঁও, গুলিস্তান, বাড্ডা, ধোলাইপাড়, বাংলামোটর, নয়াপল্টন ও যাত্রাবাড়িসহ রাজধানীর বিভিন্নস্থানে হরতাল সমর্থকরা কমপক্ষে ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় পুলিশ নগরীর বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে আটক করেছে। গত সোমবার হেফাজতে ইসলামের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শেষ হওয়ার পর মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল। এ হরতাল আজ বুধবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে। তবে উপজাতীয়দের ‘বৈশাবী-বিজু-সাংড়াই’ উৎসবের জন্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি-এই তিন পার্বত্য জেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। হেফাজত ও ১৮ দলের তিন দিনের হরতালের পর বৃহস্পতিবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির। বগুড়ায় মঙ্গলবার ১৮ দলীয় জোটের হরতাল শুরুর ঘণ্টাখানেক আগে ভোর পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেলার সদর উপজেলার বারোপুর নামক স্থানে পিকেটারদের হামলায় ট্রাকচাল খোকনের মৃত্যু হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ আলম ট্রাকচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের বাড়ি বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে। তার পিতার নাম জয়নাল। ওসি আরো জানান, গম বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলো। বারোপুর এলাকায় পিকেটারদের ইটের আঘাতে ট্রাক চালক গুরুতর আহত হয়। আহত অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরতাল চলাকালে মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে সংখ্যায় কম হলেও রিকশা ও সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব-বিজিবির কড়া নজরদারি। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ ও র্যাব। এদিকে সকাল ৭টার দিকে বনশ্রীতে হরতালের সমর্থনে যুবদল মিছিল বের করে। এ সময় গাড়ি ভাংচুরের চেষ্টা চালালে লেগুনার চাপায় আল আমীন নামে এক যুবদল কর্মী আহত হন। পরে তাকে হাসপালে নিয়ে যাওয়া হয়। তবে এখান থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি। গতকাল সকাল ৭টার দিকে মালিবাগ আবুজর গিফারি কলেজের গলি থেকে একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলামের নেতৃত্বে ২০/২৫ জন কর্মীর ওই ঝটিকা মিছিল থেকে এ সময় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যায় মিছিলকারীরা। সকাল ৭টার দিকে খিলগাঁওয়ে মহিলা দল একটি মিছিল বের করে একটি লেগুনা ভাংচুর করে। তবে এখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব বাসাবোতে ছাত্রদল মিছিল বের করে। সকালে মুগদা পিকেটার সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। সকাল ৭টার দিকে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি শাহীন আহমেদ খানের নেতৃত্বে রাজধানীর শনিরআখড়ায় মিছির করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন-শাহীন আহমেদ খান। এদিকে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কেও হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও শিবিরকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে সেখান থেকে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পরপর দুটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ হয়েছে। পার্শ্ববর্তী কোনো ভবনের ছাদ থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। বিস্ফোরণের সময় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের হরতালবিরোধী বিক্ষোভ চলছিল। জনতা সঙ্গে সঙ্গে বিস্ফোরণের স্থানে ছুটে আসে। এ সময় তাদের লক্ষ্য করে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়াও মঙ্গলবার রাতে একাধিক যানবাহনে আগুন ও ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা।